Opu Hasnat

আজ ২৩ ফেব্রুয়ারী শনিবার ২০১৯,

দৌলতপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু নারী ও শিশুকুষ্টিয়া

দৌলতপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে হুরাইয়া ইসলাম নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু মহিষকুন্ডি কলেজপাড়া এলাকার রাইদুল ইসলামের ছেলে। 

স্থানীয় সূত্র জানায়, শিশু হুরাইয়া খেলতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে ডুবে যায়। পরে তার মৃতদেহ ভাষতে দেখে এলাকাবাসী বাড়ির লোকজনকে খবর দিলে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।