Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

ঘূর্ণিঝড় মাংখুতের আঘাতে চীনে বাস্তুচ্যুত ৩০ লাখ মানুষ আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় মাংখুতের আঘাতে চীনে বাস্তুচ্যুত ৩০ লাখ মানুষ

ঘূর্ণিঝড় মাংখুতের আঘাতে বাস্তচ্যুত মানুষের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে।

রবিবার বিকেলে চীনের গুয়াংডং প্রদেশে ম্যাংখুত আঘাত হানে। মধ্যরাতে ঝড়টি গুয়াংজি প্রদেশের দিকে যায়। প্রদেশের নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। আর ঝড়ে উঁচু ভবনের জানালা, দরজা ভেঙে গেছে। গাছ উপড়ে পড়েছে। অনেক ভবন ধ্বংস হয়ে গেছে। কয়েক লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। রবিবার সকালে ম্যাংখুত হংকংয়ে আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে উপকূলীয় এলাকার বাসিন্দারা।
 
এর আগে শনিবার ম্যাংখুত ফিলিপাইনে আঘাত হেনেছিল যেখানে বন্যায় অনেক এলাকা প্লাবিত হয়েছে। সেখানে মারা গেছে অন্তত ৬৪ জন।