Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মোরেলগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ বাছাই সম্পূর্ন বাগেরহাট

মোরেলগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ বাছাই সম্পূর্ন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীদের বাছাই সম্পূর্ন হয়েছে।

গতকাল মোরেলগঞ্জ অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান এর সভাপতিত্বে উপজেলার বিভিন্ন পর্যায়ে প্রতিযোগীতার মাধ্যেমে এ বাছাই সম্পূর্ন হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানাগেছে, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ৩৪নং কামলা ঝিলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, শ্রেষ্ঠ শিক্ষিকা ৬২নং দাসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা রানী দে, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় ৩৩নং গড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালল, শ্রেষ্ঠ এস এমসি ২৮৭নং জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: রিয়াজুল ইসলাম, শ্রেষ্ঠ বিদ্যেৎসাহী সমাজকর্মী ১৯৭ নং গজালিয়া মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো: মেহেদী হাসান, শ্রেষ্ঠ কাবশিক্ষক ১৭৫নং তাফালবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনিরুল ইসলাম, শ্রেষ্ঠ কর্মচারী প্রাথমিক শিক্ষা অফিসের শেখ মিজানুর রহমান, শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নেহালখালী ক্লাষ্টারের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার, ঝড়েপড়ার হার কমাতে সক্ষম হয়েছেন ৭২নং নেহালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ কাব শিশু ১০৭নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাজিব মুহাতাসিম। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী জানান, উপজেলা পর্যায় শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, বিদ্যালয়, ব্যাক্তিবর্গগণ আগামী ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার বাগেরহাট জেলায় জেলা শ্রেষ্ঠত্য অর্জনের জন্য জেলা কমিটির কাছে উপস্থাপন হবেন।

এই বিভাগের অন্যান্য খবর