Opu Hasnat

আজ ২১ নভেম্বর বুধবার ২০১৮,

ঝালকাঠিতে ১৮০ পিস ইয়াবা ও যৌন উত্তেজক সিরাপসহ আটক ২ ঝালকাঠি

ঝালকাঠিতে ১৮০ পিস ইয়াবা ও যৌন উত্তেজক সিরাপসহ আটক ২

ঝালকাঠিতে পুলিশর গোয়েন্দা বিভাগ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবা ও যৌন উত্তেজক সিরাপসহ ২ জনকে আটক করেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো শহরের আমতলা গলির সতীনাথ দাসের পুত্র ব্যবসায়ী সৌরভ দাস ও তার সহযোগী সূর্য দাসের পুত্র শুভ দাস। 

ডিবি পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ শফিউল্যাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আমতলা গলির বাসায় অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবা ও প্রচুর পরিমাণে যৌন উত্তেজক সিরাপসহ সৌরভ ও শুভকে আটক করা হয়। বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির আহমেদ গাজী ঘটনাস্থলে উপস্থিত হয়ে যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে উভয়কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের দন্ড প্রদান করা হয়েছে। তাৎক্ষণিক ৫০ হাজার টাকা জরিমানা আসামী পক্ষ পরিশোধ করেছে। যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ঘটনাস্থল সংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মাদক (ইয়াবা) ব্যবসার অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ডিবি ইন্সপেক্টর মোঃ শফিউল্যাহ।