Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০১৯,

সনৎ বসু’র দু’টি ছড়া শিল্প ও সাহিত্য

সনৎ বসু’র দু’টি ছড়া

ঢাক গুড় গুড় গুড়

ঢাক গুড় গুড় গুড়
দেখো নাচছে ময়ূর

পুব আকাশে মেঘের ঘটা
পশ্চিমে রোদ্দুর
ঢাক গুড় গুড় গুড়

গাছের পাতায় হাওয়ার কাঁপন
ধানের শিষে লাগলো মাতন
শরৎরাণীর রূপের ছটায় 
মনটা যে ভরপুর
ঢাক গুড় গুড় গুড়

দুঃখী মায়ের মন ছোটে না
খোকার পেটে ভাত জোটে না
দুগ্গা পুজোর বাদ্যি শুনে
চোখে সমুদ্দুর
ঢাক গুড় গুড় গুড়

যাচ্ছে পুজো  আসছে পুজো
কান্না হাসির ভেলায়
হায়রে স্বদেশ  তফাত কেন
আনন্দের এই মেলায়

তফাত কেন বেঁচে থাকায়
তফাত খাওয়াপরায়
ঢাক গুড় গুড়  বাদ্যি কেবল
বুকের ভেতর পোড়ায় ৷

************

আনন্দ উৎসবের পোকা 

 এমন দিনে কোথায় যাবি
কোথায় পাবি সুখের চাবি
ও খুকু তুই সত্যি করে বল না

আকাশ জুড়ে মেঘের ভেলা
ঢাকছে তামাম আলোর খেলা
ও খোকা তুই সাবধানে পথ চল না

গুড়ুম গুড়ুম যুদ্ধ শেষে
পৌঁছে যাবি পরির দেশে
ছোট্টরা সব খাচ্ছিল দোল দুলকি

ফুলবাগানে মৌমাছিরা
দেখাচ্ছিল নৃত্য ক্রীড়া
বসতে তারা চাচ্ছিল তোর টুল কি

রামধনুটা বৃষ্টি মেখে
ছাড়ছিল রঙ শরীর থেকে
বলতো তখন কে ছিল তার সঙ্গী

পারলি না তো? 
ইস্ কী বোকা! 
বুদ্ধিগুলো মাথায় ঢোকা
সুয্যিমামার লাজুক লাজুক ভঙ্গি

আসছে এবার শরৎ ঋতু
আনমনা মন হয় না থিতু
হাওয়ায় ভাসে ঐযে ও-কার বাজনা!

নাচছে খুকু নাচছে খোকা
আনন্দ উৎসবের পোকা
পুজোর দিনে প্রাণভরে সব সাজ না ৷