Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে ক্লিনিক মালিকের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড খুলনা

পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে ক্লিনিক মালিকের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

পাইকগাছায় চিকিৎসা সেবার নামে অবৈধ ভাবে আশালতা ক্লিনিক পরিচালনার অভিযোগে ভ্রাম্যমান আদালত ক্লিনিক মালিকের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। আটক দেবাশীষ মন্ডল রাড়ুলী ইউপি’র বাঁকার কৃষ্ণপদ মন্ডলের ছেলে। 
 
বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) ডাঃ মোঃ আব্দুল আউয়াল মেডিক্যাল প্রাকটিস ও বে-সরকারী মেডিক্যাল অধ্যাদেশ ১৯৮২'র ৯ ও ১০ ধারায় ক্লিনিক মালিকের এ দন্ড প্রদান করেন। এ সময় ডাঃ নজরুল ইসলাম, এসআই অসীম দাশ, আদালত সহকারী সাকিরুল উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে, দীর্ঘ দিন ধরে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিষেধ থাকা স্বত্বেও আশালতা ক্লিনিকটি পরিচালিত হয়ে আসছিল। সর্বশেষ এ ঘটনায় উপজেলার অন্যান্য স্থানে সরকারী নীতিমালার অভাব ও শর্তভঙ্গ করে পরিচালিত ক্লিনিকগুলো সতর্ক হবেন বলে ধারণা করা হচ্ছে।