Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

রাজশাহীতে ট্রান্সফরমার বিস্ফোরণে ওষুধ কারখানায় আগুন রাজশাহী

রাজশাহীতে ট্রান্সফরমার বিস্ফোরণে ওষুধ কারখানায় আগুন

রাজশাহী নগরীর টিকাপাড়ায় অবস্থিত কেমিকো ফার্মাসিউটিক্যালস-এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেমিকো ফার্মার ওষুধ কারখানার জেনারেটরের কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ওই ভবনে ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কে কারখানাটির শ্রমিকরা বের হয়ে চলে আসেন। তবে ভেতরে কেউ আটকা পড়েছেন কি-না সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।


রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নুরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটির জেনারেটর কক্ষে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।


কেমিকো ফার্মাসিউটিক্যালের ম্যানেজার (কোঅর্ডিনেশন) আমিলুন হক বলেন, প্রতিষ্ঠানে দুই শিফটে ৭০০ কর্মী কাজ করেন। সকালে কারখানায় ছিলেন ৩৫০ জন। আগুন লাগার পর তাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়।

রাজাশাহী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, জেনারেটর কক্ষে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুল লাগে। এ কারণে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়ায়।
আগুনে সেখানকার ড্যাসবোর্ড পুড়ে গেছে। এতে জেনারেটরের সামান্য ক্ষতি হয়েছে।

কেমিকো ফার্মাসিউটিক্যালের ম্যানেজার আব্দুল হাই বলেন, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ভেতরে কেউ আটকা পড়েনি। সবাই নিরাপদে বের হতে পেরেছেন।