Opu Hasnat

আজ ১৪ নভেম্বর বুধবার ২০১৮,

নতুন রূপে মাহিয়া মাহি বিনোদন

নতুন রূপে মাহিয়া মাহি

নতুন খবর দিলেন চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি। অভিনয়ের পাশাপাশি নতুন প্রফেশনে যুক্ত হলেন আলোচিত এই নায়িকা মাহিয়া মাহি। আগামী ২৭ অক্টোবর মাহির জনইদন। নিজের আগামী জন্মদিনেই উদ্বোধন করতে যাচ্ছেন একটি ফ্যাশন হাউজ। ফ্যাশন হাউজটির নাম দিয়েছেন ‘ভারা’। 

মাহি বলেন, ‘আমার পরিবার বিশেষ করে শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি নিয়ে খুব আগ্রহী। আমিও তাই সাড়া দিলাম। এমনিতে ছোটবেলা থেকেই ব্যবসার প্রতি স্বপ্ন ছিল। এবার সেটা পূরণ করতে যাচ্ছি। এমনিতে এখন খুব বেছে বেছে কাজ করি। হাতে সময় থাকে। সেই সময়টা অবহেলায় না কাটিয়ে ব্যবসাতে কাজে লাগাতে চাই।

‘ভারা’ নামের এই ফ্যাশন হাউজে নারী, পুরুষ ও শিশুদের জন্য পোষাক থাকবে। আর পোষাকগুলো তৈরি করবেন স্থানীয় নারী কর্মিরা।

মাহিয়া মাহি এর আগে ‘স্করপিওন’ নামে প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছিলেন। সেখান থেকে ছবি নির্মাণের ঘোষণাও দিলেও সে পরিকল্পনা আর বাস্তবে রূপ নেয়নি। পরে অনলাইন শপের ব্যবসা শুরু করলেও ছয় মাস পর তা বন্ধ করে দেন।