Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

১০ টাকা মুল্যে চাল বিতরণ

পাইকগাছায় সরকারের জনবান্ধব কর্মসূচি প্রচার বিমুখ হয়ে পড়েছে খুলনা

পাইকগাছায় সরকারের জনবান্ধব কর্মসূচি প্রচার বিমুখ হয়ে পড়েছে

পাইকগাছায় ১০ টাকা মুল্যে খাদ্য সহয়তা স্বরুপ সরকারের চাল বিতরণের জনবান্ধব কর্মসূচি প্রচার বিমুখ হয়ে পড়েছে। ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৩ হাজার ১শ ২৩ তালিকাভুক্ত কার্ডধারীর মধ্যে চাল বিতরণের কথা থাকলেও ইতোমধ্যে ২ জন ডিলার বাদে অধিকাংশ ইউপিতে প্রচার- প্রচরণা ছাড়াই চাল বিতরণ করা হয়েছে। এদিকে সোমবারে লস্করের খড়িয়া বাইনতলাতে ভারঃ ইউএনও মোঃ আব্দুল আউয়াল এ কর্মসূচিরর উদ্বোধন করেণ। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন,খাদ্য কর্মকর্তা মনিরুজ্জামান ফিরোজ,ইউপি সদস্য রফিকুল ইসলাম,হাসানুজ্জামানসহ অনেকে।
 
জানা গেছে কর্মসূচীর শুরুতে এ উপজেলাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের জনবান্ধব উদ্যোগ দরিদ্রদের মাঝে ১০ টাকা মুল্যে ৩০ কেজি চাল বিতরন কর্মসূচি সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের দেখভাল ও ব্যাপক প্রচার -প্রচরণায় সর্বত্রই সাড়া পড়ে। অভিযোগ উঠেছে চলতি মাসে সমন্বয় হীনতা ও প্রচরনা ছাড়া যেনতেন ভাবে ডিলাররা নীতিমালা অনুসরণ না করে চাল বিতরণ করছেন। এ কথা স্বীকার করে সোমবারে সকালে গদাইপুরসহ বিভিন্ন স্থানে সরেজমিনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আউয়াল ক্ষোব প্রকাশ করে ডিলারসহ সংশ্লিষ্ঠদের প্রতি নীতিমালা মেনে চাল বিক্রির নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ডিলার জানান,ডিও নিয়ে ২-৩ দিনপুর্বে তারা খাদ্য দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে চাল বিক্রি করেছেন।