Opu Hasnat

আজ ২৬ জুন বুধবার ২০১৯,

২২ বছর পর ঢাকায় চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জু ঘোষ ! বিনোদন

২২ বছর পর ঢাকায় চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জু ঘোষ !

প্রায় ২২ বছর পর ঢাকায় এলেন তিনি  ‘বেদের মেয়ে জোৎস্না’ খ্যাত নায়িকা অঞ্জু ঘোষ। শিল্পী সমিতির আমন্ত্রণে অঞ্জু ঘোষের এই ঢাকা সফর বলে জানালেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের দাপুটে এই নায়িকা ঢালিউডে প্রায় ৫০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। ঢালিউডের সবচেয়ে ব্যবসাসফল ও আলোচিত ছবি ‘বেদের মেয়ে জোৎস্না’ খ্যাত এ অভিনেত্রী এখনো দর্শকহৃদয়ে জায়গা করে আছেন। নানা কারণে জীবনের দীর্ঘ সময় ধরে কলকাতায় বসবাস করছেন অঞ্জু ঘোষ। 

শিল্পী সমিতির সম্পাদক আরও জানান, বৃহস্পতিবার চলচ্চিত্র শিল্পী সমিতির আমন্ত্রণে অঞ্জু ঘোষ ঢাকা এসেছেন। অঞ্জু ঘোষ একজন গুণী এবং কিংবদন্তী অভিনেত্রী। ঢাকাই চলচ্চিত্রে এখনো তার মতো গুণী অভিনেত্রীর প্রয়োজন আছে। রবিবার তিনি এফডিসিতে আসবেন। সেখানে আমরা তাকে সংবর্ধনা দেব।