Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

উপবৃত্তির তালিকায় নাম না রাখায় বখাটেদের হামলায় অধ্যক্ষ আহত চুয়াডাঙ্গা

উপবৃত্তির তালিকায় নাম না রাখায় বখাটেদের হামলায় অধ্যক্ষ আহত

উপবৃত্তির তালিকায় নাম না রাখায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষকে মারপিট করে আহত করেছে বখাটেরা। এ ঘটনার জেরে দুপুরে কলেজ চত্বরে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। শনিবার সকালে কলেজে অধ্যক্ষের রুমে এ ঘটনা ঘটে।

আলমডাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম ছরোয়ার জানান, কলেজে গরিব ও মেধাবি ছাত্রীদের উপবৃত্তির জন্য তালিকা প্রস্তুত করার কাজ চলছে। এ তালিকায় নিজেদের পছন্দের ১৭১ জন ছাত্রীর নাম দেয় স্থানীয় বখাটে যুবক রকি, হাচান, অটল, সজীব ও টিটনসহ কয়েক জন।

তালিকায় তাদের পছন্দের নাম না রাখায় শনিবার সকালে কলেজে অধ্যক্ষের রুমে এসে কারা উপবৃত্তি পাচ্ছে তা দেখতে চান। তিনি বলেন তালিকা আমরা প্রেরণ করেছি কর্তৃপক্ষের কাছে। অধ্যক্ষ এ কথা বলার সাথে সাথে তার রুমে ভাংচুর শুরু করে এবং তাকে মারপিট করে আহত করে।

এ ঘটনার জেরে দুপুরে কলেজ চত্বরে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। এ কর্মসূচি থেকে শিক্ষকরা বলেন, দোষিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। অধ্যক্ষর উপর হামলার ঘটনা দু:খজনক।