Opu Hasnat

আজ ২২ জানুয়ারী মঙ্গলবার ২০১৯,

অসুস্থ সাংবাদিক কুলেন্দুর পাশে গোয়েন্দা পুলিশের সদস্যরা মিডিয়াসুনামগঞ্জ

অসুস্থ সাংবাদিক কুলেন্দুর পাশে গোয়েন্দা পুলিশের সদস্যরা

সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি অসুস্থ কুলেন্দু শেখর দাসকে দেখতে তার  কাজির পয়েন্টস্থ বাসায় আসেন জেলা গোয়েন্দা  (ডিবি) পুলিশের সদস্যরা । মঙ্গলবার রাত সোয়া ৯টায়  গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি)কাজী মুক্তাদির হোসেন। ডিবির এস আই মোঃ আমিনুল ইসলামসহ গোয়েন্দা পুলিশের সদস্য ও সংবাদকর্মীরা। 

এ সময় সাংবাদিক কুলেন্দুর শারীরিক অবস্থার খোজঁ খবর নেন এবং তার দ্রæত সুস্থতা কামনা করেন।  

উল্লেখ্য, গত ১০ আগষ্ট দিরাই উপজেলার চরন্নারচর ইউনিয়নের লছিমপুর গ্রামের পাশে সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক পদ্মবিলকে পর্যটন এলাকা ঘোষনাকালে টেলিভিশনের প্যাকেজ স্টোরি করার সময় পা পিছলে বাম পায়ের গোড়ালীর পাশে একটি হার ফেঁটে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি অনেকটা সুস্থ হওয়ার পথে।