Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

শেখ জাহিদ আজিম এর কবিতা ‘শুভ জন্মদিন’ শিল্প ও সাহিত্য

শেখ জাহিদ আজিম এর কবিতা ‘শুভ জন্মদিন’

অশেষ আঁধার অমাবস্যায় অপার আলোয় ওঠে চাঁদ,
ডেকে ডেকে ডাহুক নাচে ডুমুরের ঘুঘুর পায়ে আমনক্ষেতে,
বেতবনের যত জোনাকি নিভতে ভুলে যায় জ্বলে শুধু সারাক্ষণ,
মাঝির হাল, নৌকার পাল, শ্রাবণের তাল, টোল পড়া গাল হয় বেতাল,
তালি দিয়ে উড়ে বেড়ায় নিশিথীনের বাঁদরেরা বনবাদারে,
হইহই রইরই শোরগোল সৌরভ ভেসে বেড়ায় কোনাকাঞ্চিতে বাজারে,
সেনা-নৌ-বিমান বাহিনী করে কুচকাওয়াজ মনময়দানে কোমর বেঁধে,
নগরের রেস্তুরাগুলোতে রাঁধুনীরা দিন-রাত অবিরত রাঁধতে,
সারাবিশ্বে হরতাল-অবরোধ-কর্মবিরতি ডেকেছে বড় বড় নেতাতে,
হৃদস্পন্দনের তাল বাজিয়ে আজ সবে শুধু এক গান গায়, ‘শুভ জন্মদিন তোমার’।

৩০/০৮/১৮ খ্রি. পিসিআই, বিরুলিয়া, ঢাকা।