Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

চুয়াডাঙ্গায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

চুয়াডাঙ্গায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফা লাঠিচার্জ করে। শনিবার দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় পুলিশ বাধা দিলে এই ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা শহরের কেদারগঞ্জস্থ বিএনপির কার্যালয়ে সমবেত হতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তিধস্তির এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিএনপির নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয় ছেড়ে জেলা বিএনপির আহŸায়ক মুহাম্মদ অহিদুল ইসলাম বিশ্বাসের বাসভবনের সামনে অবস্থান নেয়। পুলিশ সেখানেও লাঠিচার্জ শুরু করলে নেতাকর্মীরা তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় শুরু হয় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। পরে ঘটনাস্থলে অতিরিক্ত দাঙ্গা পুলিশসহ অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ ঘটনাস্থলে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা স্থান ত্যাগ করে।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী রবিউল হক বাবলু অভিযোগ করেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে তাদের ১০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে।