Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

তরুণ কবি ফয়সাল হাবিব সানি’র প্রেমের কবিতা ‘চন্দ্রাহত চাঁদ’ শিল্প ও সাহিত্য

তরুণ কবি ফয়সাল হাবিব সানি’র প্রেমের কবিতা ‘চন্দ্রাহত চাঁদ’

একদিন চন্দ্রাহত চাঁদ আমায় বলেছিলো, আমায় ভালোবেসে যাও কবি!
আমি চন্দ্রাহত চাঁদকে ভালোবাসতে যেয়ে ওই হাতে আকাশ ছুঁয়ে ফেলেছি, আমার ছোট্ট হাতে কি অতো বড়ো আকাশ মানায়?
আমার বুকে কি এতো বড়ো আকাশ পুরতে পারি ঈশ্বর?
আমার একপাশে এখন ধবধবে শ্বেতাঙ্গিনী আকাশ, আর অন্যপাশে প্রতীক্ষমাণ চন্দ্রাহত চাঁদ!
আমি এখন কাকে ভালোবাসব ঈশ্বর?
তারপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি শুধু তোমায় ভালোবাসব নারী।
তোমার চোখেই এখন আমার চন্দ্রাহত কাজলকালো চাঁদ, তোমার বুকেই পেতে দিয়েছি আমার প্রত্যাখ্যাত বুকের নির্ঝঞ্ঝাট আকাশ।
এখন তুমি কোথায় উড়বে নারী?
তুমি যদি আমায় এভাবে একটিবারও ভালোবেসে ফেলো, তুমি আর কোথাও যেতে পারবে না নারী।
হে ঈশ্বর, আপনি একটিবার তাকে আমায় ভালোবাসার সুযোগ করে দিন-
যেমন করে প্রেমিকা প্রেমিককে নয়, অন্তত মানুষ মানুষকে ভালোবাসতে পারে।

ফয়সাল হাবিব সানি 
তরুণ কবি ও সাংবাদিক।
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত পাঁচটি কবিতাগ্রন্থের রচয়িতা।
স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষ (বাংলা বিভাগ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি), গোপালগঞ্জ।
ফেইসবুক সার্চ : Foysal Habib Sany
গুগল সার্চ : ফয়সাল হাবিব সানি
ইউটিউব সার্চ : ফয়সাল হাবিব সানি