Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

পাইকগাছায় ইউপি সদস্যের মারপিটে গৃহবধু আহত খুলনা

পাইকগাছায় ইউপি সদস্যের মারপিটে গৃহবধু আহত

পাইকগাছায় ইউপি সদস্য ও তার ছেলে কর্তৃক মারপিটের শিকার হয়ে এক গৃহবধু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার গড়ইখালী ইউনিয়নের দক্ষিণ বাইনবাড়িয়া গ্রামে। অভিযোগে জানা যায়, উপজেলার গড়ইখালী ইউনিয়নের দক্ষিণ বাইনবাড়িয়া গ্রামের গোবিন্দ সরদার গংদের সাথে জনৈক বিধান সরদারের জমা জমি নিয়ে গোলযোগের জের হিসেবে মঙ্গলবার রাতে ইউপি সদস্য অচিন্ত সরদার ও তার ছেলে গোবিন্দ সরদারের বাড়ীতে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় কথা বলতে থাকে। 
 
এক পর্যায়ে কার্তিক সরদারের স্ত্রী নমিতা রাণী প্রতিবাদ করলে অচিন্তের ছেলে চড়, কিল, ঘুষি মেরে রাস্তার পাশে রডের উপর ফেলে দেয়। ফলে নমিতা রক্তাক্ত জখম হলে ঐ রাতেই পার্শ্ববর্তী কয়রার জায়গীরমহল হাসপাতালে ভর্তি করে। তার চিকিৎসার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে বলে গোবিন্দ ও কালিপদ সরদার জানান। অপরদিকে, ইউপি সদস্য অচিন্ত সরদার জানান, তাদের কাউকে মারা হয়নি। তাকে উদ্দেশ্য করে জনৈক ব্যক্তির সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করায় আমি বিষয়টি শুনে শুধুমাত্র তাদের কাছে জানতে চাইছিলাম। তারা আমার উপর চড়াও হলে আমি চলে আসি। আহত নমিতার স্বামী কার্তিক জানান, এ ব্যাপারে এখনও কোন মামলা করেনি। অসুস্থ নমিতাকে চিকিৎসার কাজে ব্যস্ত আছি। থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, এ ধরণের কোন কোন অভিযোগ থানায় আসেনি।