Opu Hasnat

আজ ২৪ সেপ্টেম্বর সোমবার ২০১৮,

রিজভীর নেতৃত্বে শ্যামলীতে বিএনপির ঝটিকা মিছিল রাজনীতি

রিজভীর নেতৃত্বে শ্যামলীতে বিএনপির ঝটিকা মিছিল

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর শ্যামলীর প্রধান সড়কে ঝটিকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে বিএনপি-যুবদল ও ছাত্রদলের অর্ধশত নেতাকর্মী এ মিছিলে অংশ নেয়।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, তার নেতৃত্বেই দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবিতে এই মিছিল করা হয়েছে। স্থানীয় বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।