Opu Hasnat

আজ ২২ জানুয়ারী মঙ্গলবার ২০১৯,

জামালগঞ্জের হাওরে নৌকা ডুবিতে মা ও ছেলে নিখোঁজ, আহত ১৫ সুনামগঞ্জ

জামালগঞ্জের হাওরে নৌকা ডুবিতে মা ও ছেলে নিখোঁজ,  আহত ১৫

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে নৌকা ডুবিতে মা ও ছেলে নিখোঁজ ও ১৫ জন আহত হয়েছেন।

আজ সোমবার বিকেল ৫টায় ইঞ্জিন চালিত নৌকায় করে ৩৫ জন যাত্রী নিয়ে  জামালগঞ্জ উপজেলা সদর থেকে ফেনারবাক ইউনিয়নের ফেনারবাক গ্রামে যাওয়ার পথে পাকনার হাওরে ঝড়ের কবলে পড়ে নৗকাটি ডুবে মা ও ছেলে নিখোঁজ হন এ সময় আরো ১৫ জন যাত্রী আহত হন। নিখোঁজ মা বিউটি আক্তার (৩০)। তিনি ফেনারবাক গ্রামের আমির হামজার ন্ত্রী ও তার ছেলে শিপন মিয়া (৮) । নৌকা ডুবির খবর শুনে আশাপাশ গ্রামের লোকজন পাকনার হাওরে গিয়ে অন্যান্য যাত্রীদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে এনে ভর্তি করেন। আহতরা হলেন ফেনারবাক গ্রামের মোঃ আব্দুল আউয়াল চৌধুরী (৬৫), ফয়জুন নুর চৌধুরী (৫০), হেনা বেগম (৪০), এমদাদুল হক (২৪), জুলফা আক্তার (৫), রইছ মিয়া (৩৭), সামছুল হক (৫৫), অন্তর মিয়া (১৫), কমল আলী (৭৫), মর্জিয়া বেগম (৯), ডরিন বেগম (১৬), হ্যাপী আক্তার (৬), পলি আক্তার (২৩), স্বর্ণা আক্তার (২৮), আবুল হোসেন (৪০), মাহিন মিয়া (৯), শফিক মিয়া (২৫), প্রিয়া বেগম (২০), জাকরিয়া (১৩) ও সাহেরা বেগম(৪০)। 

এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচাজ মোঃ আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।