Opu Hasnat

আজ ২০ নভেম্বর মঙ্গলবার ২০১৮,

সদরঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় জাতীয়

সদরঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। সকাল থেকে টার্মিনালে দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ বেড়েছে। 

এদিকে যাত্রীরা জানান, দিনে যানজট এড়াতে ভোর রাতে টার্মিনালের উদ্দেশে রওনা দিচ্ছেন অনেকে। রাস্তা ফাঁকা থাকায় খুব অল্প সময়ে টার্মিনালে এসে পৌঁছাচ্ছেন যাত্রীরা। 

তবে লঞ্চের স্টাফরা বলছেন, এখন চাপ একটু কম থাকলেও দুপুরের পর থেকে যাত্রী চাপ অনেক বেশি হবে।