Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

গুলিতে নিহত ৬

থমথমে খাগড়াছড়িতে দোকানপাট বন্ধ, মামলা হয়নি খাগড়াছড়ি

থমথমে খাগড়াছড়িতে দোকানপাট বন্ধ, মামলা হয়নি

প্রতিপক্ষের গুলিতে ৬ জন নিহত হওয়ার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে খাগড়াছড়িতে। ঘটনাস্থলের আশপাশ এলাকায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছে। স্বনির্ভর বাজারের দোকানপাট বন্ধ রয়েছে। তবে বন্ধ থাকা খাগড়াছড়ি-পানছড়ি সড়কে আজ সকাল থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে। এদিকে গতকালের ওই সন্ত্রাসী হামলার ঘটনায় এখনো কোন মামলা হয়নি। 

গুলিতে নিহত ৬ জনের মধ্যে ৩ জনের লাশ গতকাল রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি সংগঠনগুলোর তিন নেতার লাশ এখনো খাগড়াছড়ি থানায় রয়েছে। এরা হলো- পাহাড়ি ছাত্র পরিষদের জেলা ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা, একই সংগঠনের জেলা সহ-সাধারণ সম্পাদক এলটন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সহ-সভাপতি পলাশ চাকমা। শনিবার দুপুরে পৃথক ঘটনায় নিহত ছন কুমার চাকমার লাশও পরিবারের সদস্য বুঝে নিয়েছেন। 

সদর সার্কেলের এএসপি আফতাব আহমেদ জানান, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে সন্ত্রাসী ঘটনার প্রতিবাদে আগামীকাল ২০ আগষ্ট খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালন করবে ইউপিডিএফ সমর্থিত তিনটি পাহাড়ি সংগঠন। 

এদিকে এ ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ে এডিএম আবু ইফসুফ আলী আহবায়ক করে ৫ জনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।