Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

সুনামগঞ্জে বিজিবি’র অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ আটক সুনামগঞ্জ

সুনামগঞ্জে বিজিবি’র অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ আটক

সুনামগঞ্জে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা মূল্যে ৬০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করেছে।  শনিবার ভোররাতে জেলার তাহিরপুর উপজেলার টেকেরঘাট বিওপি সুবেদার মো: আনিছুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট এলসি পয়েন্টের নিকট হতে ৪৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ আটক করে।  যার মূল্য ৭২ হাজার  টাকা ।

অপরদিকে, একই উপজেলার মাটিরাবন বিওপি  নায়েব সুবেদার মো: কেরামত আলী এর নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মধ্যনগর থানার ১নং উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের গোলগাঁও নামক স্থানে অভিযান চালিয়ে ১২ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ আটক করে।  যার মূল্য ১৮ হাজার   টাকা। এ সময় চোরাকারবারীরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে মদ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ পরিত্যক্ত অবস্থায় বর্ণিত মদ উদ্ধার করে নিয়ে আসে।    এ ব্যাপারে থানায়  মামলা দায়ের করা হয়েছে। 

এই বিভাগের অন্যান্য খবর