Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০১৯,

অসুস্থ সাংবাদিক কুলেন্দুর পাশে সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ মিডিয়াসুনামগঞ্জ

অসুস্থ সাংবাদিক কুলেন্দুর পাশে সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ

সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি  ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি অসুস্থ কুলেন্দু শেখর দাসকে দেখতে আসেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।  তিনি শনিবার রাত সাড়ে ৮টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে সাংবাদিক কুলেন্দুর কাজির পয়েন্টস্থ বাসায় এসে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। 

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রশিদ আহমদ, ব্যবসায়ী আব্দুল লতিফ, নিউজ ২৪ ফোর ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোঃ বুরহান উদ্দিন, দৈনিক বিডি নিউজ ডট কমের সম্পাদক প্রকাশক ও জেলা সাংবাদিক ফোরামের সদস্য সামিয়ান তাজুল, মোঃ রায়হান ইসরাম সোহাগ ও এমপির ব্যক্তিগত সহকারী সুমিত চৌধুরী সন্তু প্রমুখ। 

উল্লেখ্য, গত ১০ আগষ্ট সুনামগঞ্জের দিরাই উপজেলার চরন্নারচর ইউনিয়নের লছিমুপুর গ্রামের পাশে জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম কর্তৃক পদ্মবিলকে পর্যটন এলাকা ঘোষনার টেলিভিশন স্টোরি করতে গিয়ে তিনি পা পিছলিয়ে বাম পায়ের গোঁড়ালীর নীচে হার ফেঁটে গুরুতর আহত হন।