Opu Hasnat

আজ ৭ আগস্ট শুক্রবার ২০২০,

তরুণ কবি ফয়সাল হাবিব সানি’র প্রেমের কবিতা ‘দেবদারু’ শিল্প ও সাহিত্য

তরুণ কবি ফয়সাল হাবিব সানি’র প্রেমের কবিতা ‘দেবদারু’

একটি অনাকাঙ্খিত দেবদারুর জন্ম হতে দেখলাম সেদিন;
ক’দিনের মধ্যেই মাত্রাতিরিক্ত মাথাচাড়া দিয়ে বড়ো হয়ে উঠেছে সে-
আর তার পাশে পড়ে রয়েছে মৃত আরেকটি দেবদারু!
সেই মৃত দেবদারুকে দেখমাত্রই চোখ পড়লো তার বুকের বাঁ পাশে আবছা ক্ষতই, উফফ্! কী সাংঘাতিকভাবে ক্ষত-বিক্ষত হয়েছে সে!
এরপর আমি চলে যেতেই জীবন্ত দেবদারুটি বর্ণনা করলো ওই মৃত দেবদারুর করুণ ইতিবৃত্ত-
ওই দেবদারু নাকি প্রচণ্ড প্রেমিক ছিলো, একদিন প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তার বুকের বাঁ পাশটা জুড়ে ভরে উঠেছিলো অসংখ্য ক্ষত আর লাল কষ্ট চাপা আঁটশেটে নীল দাগ!

উহহ্! ঈশ্বর! ভালোবাসতে যেয়ে দেবদারুও কী ভীষণ ভয়াবহ প্রেমিক হয়ে উঠতে পারে! 
ঈশ্বর, তুমি আজ থেকে ভালোবাসায় প্রত্যাখানকে নিষিদ্ধ করে দাও আর প্রত্যেক দেবদারুকে আবারও প্রচণ্ডভাবে মারাত্মক রকম ভীষণ বিভীষণ প্রেমিক করে তোলো!

ফয়সাল হাবিব সানি 
তরুণ কবি ও সাংবাদিক।
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত পাঁচটি কবিতাগ্রন্থের রচয়িতা।
স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষ (বাংলা বিভাগ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি), গোপালগঞ্জ।
ফেইসবুক সার্চ : Foysal Habib Sany
গুগল সার্চ : ফয়সাল হাবিব সানি
ইউটিউব সার্চ : ফয়সাল হাবিব সানি