Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ৬, আহত ৩ খাগড়াছড়ি

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ৬, আহত ৩

 
খাগড়াছড়ি সদর উপজেলার স্বনির্ভর এলাকায় প্রতিপক্ষের গুলিতে ৬ জন নিহত হয়েছেন। শনিবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
 
ঘটনাস্থল থেকে ৬ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে আনা হয়েছে।
 
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটু বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় খাগড়াছড়ি-পানছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
 
নিহতরা সকলেই ইউপিডিএফের (প্রসিত বিকাশ) সদস্য বলে জানা গেছে। নিহতদের মধ্যে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা, যুগ্ম-সম্পাদক এলটন চাকমা ও মহালছড়ি স্বাস্থ্য কেন্দ্রের সহকারী জীতায়ন চাকমার পরিচয় জানা গেছে। বাকি তিনজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
 
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন সোহেল, সমর বিকাশ চাকমা ও শখিধন চাকমার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা।
 
এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস-এমএন লারমা) দায়ী করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা সেলের প্রধান নিরন চাকমা।