Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

আল-কায়েদার সিনিয়র কমান্ডার নাসির আল-উহাইশির ড্রোন হামলায় মৃত্যু আন্তর্জাতিক

আল-কায়েদার সিনিয়র কমান্ডার নাসির আল-উহাইশির  ড্রোন হামলায় মৃত্যু

ইয়েমেনে তৎপর আল-কায়েদার সিনিয়র কমান্ডার নাসির আল-উহাইশির  এক ড্রোন হামলায় মৃত্যু  হয়েছে ।

 আরবি ভাষার গণমাধ্যম জানিয়েছে, উহাইশি ওরফে আবু বাসির হাজরামাউত প্রদেশে এক ড্রোন হামলায় নিহত হয়েছেন। এর মধ্যে আল-মাসদার ওয়েবসাইট বলেছে, তারা উহাইশির নিহত হওয়ার ঘটনা নিয়ে নির্ভরযোগ্য তথ্য পেয়েছে। ওয়েবসাইটটির এ খবরে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় হাজরামাউত প্রদেশের মুকাল্লা শহরে অবস্থানকালে ড্রোন থেকে উহাইশিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।  

 ইয়েমেনে তৎপর আল-কায়েদা গোষ্ঠীও উহাইশির নিহত হওয়ার খবর টুইটার বার্তার মাধ্যমে প্রকাশ করেছে। অবশ্য, ড্রোন হামলার বিষয়ে মার্কিন কর্মকর্তারা এখনো কোনো মন্তব্য করেন নি। তবে ইয়েমেনের জাতীয় নিরাপত্তা সংস্থার দুই কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।

 উহাইশি ছিলেন আল-কায়েদার ইয়েমেন শাখার প্রধান এবং পুরো আল-কায়েদার সেকেন্ড ইন-কমান্ড। উহাইশির মৃত্যুর পর তার জায়গায় কাসেম আল-রিমি ওরফে আবু হুরাইরা আস-সানায়িকে নিয়োগ দেয়া হয়েছে।

 উহাইশি ২০০৬ সালে ইয়েমেনের কারাগার থেকে পালিয়ে যান এবং ২০০৯ সালে ইয়েমেনের আল-কায়েদা প্রধানের দায়িত্ব পান। তিনি উসামা বিন লাদেনের ব্যক্তিগত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।