Opu Hasnat

আজ ২৩ জুলাই মঙ্গলবার ২০১৯,

পাইকগাছায় মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ খুলনা

পাইকগাছায় মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ

পাইকগাছা থানা কেন্দ্রীয় জামে মসজিদ সহ পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠানে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ করেছেন জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু। তিনি শুক্রবার সকালে থানা ভবনে থানা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ওসি আমিনুল ইসলাম বিপ্লব ও ইমাম শহিদুল ইসলামের নিকট  ১ লাখ টাকার চেক তুলে দেন। পরে পৌর সদরস্থ নিজস্ব কার্যালয়ে শিবসা সাহিত্য অঙ্গন, দক্ষিণ বাংলা স্পোর্টিং ক্লাব, সেলুন সমবায় সমিতি, রহমানিয়া জামে মসজিদ, সরল আহলে হাদীস জামে মসজিদ, সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ১ লাখ টাকার করে অনুদানের চেক বিতরণ করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিবসা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক অনিতা রাণী মন্ডল, প্রভাষক নাজমিন নাহার, বজলুর রহমান, গাজী সহিদুল ইসলাম খোকন, আফরা নাজলিন প্রমুখ।