Opu Hasnat

আজ ২৩ জুলাই মঙ্গলবার ২০১৯,

কালীগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা ও র‌্যালী ঝিনাইদহ

কালীগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা ও র‌্যালী

জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিনাইদহে শোকসভা ও শোকর‌্যালী অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শহরের বাসটার্মিনাল এলাকায় শোকসভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানা যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা, আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন বাদশা, নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন, ফুরসন্দি ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. আব্দুল মালেক, সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, প্রয়াত আনন্দ কুমার ঘোষের স্ত্রী রিংকুঘোষ, আওয়ামী লীগ নেতা ইরফান বিশ্বাসসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় কয়েকহাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী রিপন।

বক্তারা, বঙ্গবন্ধু খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবী জানান। আলোচনা সভা শেষে সেখান থেকে একটি শোকর‌্যালী বের করা হয়।