Opu Hasnat

আজ ২৪ ফেব্রুয়ারী রবিবার ২০১৯,

বোয়ালমারীতে ২ ডাকাতসহ আটক ১০ ফরিদপুর

বোয়ালমারীতে ২ ডাকাতসহ  আটক ১০

ফরিদপুরের বোয়ালমারী সদর ইউনিয়নের সোতাসী ফাঁকা বিলের মধ্য থেকে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করেছে বোয়ালমারী থানার এসআই সুকান্ত দন্ত। ডাকাতরা হলো- পৌরসভার রায়পুর গ্রামের ওমর ফারুক (৪৯) ও ছোলনা গ্রামের খোকন শেখ (৩৫)। 

এসআই সুকান্ত জানান, তারা সোতাসি বিলের মধ্যে বৃস্পতিবার গভীর রাতে ডাকতির প্রস্ততি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে শুক্রবার ডাকাতি প্রস্তুতি মামলায় ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।  

এদিকে, বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী ও ওরেন্টভুক্ত আসামিসহ বৃহস্পতিবার (১৬.০৮.১৮) রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে আটক করেছে ৮ জনকে। আটকৃতদের শুক্রবার ফরিদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটকৃতরা হলো- আরজু বিশ্বাস (২৫), কবির শেখ (৪০), জামাল মোল্যা (২১), আলামিন মোল্যা (২৭), গোলাম মাওলা (২৭), সাহিদুর শেখ (৩৫), সহিদুল শরীফ (২৮) ও জাহিদ মোল্যা (৩২)।