Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

কালকিনিতে দুই শতাধিক গাছের চারা উপড়ে ফেলেছে প্রতিপক্ষ মাদারীপুর

কালকিনিতে দুই শতাধিক গাছের চারা উপড়ে ফেলেছে প্রতিপক্ষ

পূর্বশত্রুতার জের ধরে মাদারীপুর কালকিনিতে মোঃ শাজাহান হাওলাদার নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের রেইনট্রি ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির প্রায় দুই শতাধিক চারা গাছ উপড়ে ফেলেছে প্রতিপক্ষ। আজ শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার বালীগ্রাম এলাকার আটিপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শাজাহান হাওলাদার তার বাড়ির পাশের নিজের জমিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন। কিন্তু পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের চানমিয়া ও শামীম সরদারসহ বেশ কয়েকজন মিলে ওই গাছের চারাগুলো উপড়ে ফেলেন। পরে কোন উপায়ন্ত না পেয়ে শাজাহান হাওলাদার ডাসার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী শাজাহানের ছেলে রিমন হাওলাদার বলেন, পূর্বশত্রুতার জের ধরে আমাগো সমস্ত গাছগুলো উঠিয়ে ফেলেছে চানমিয়া ও শামীম সরদার। আমরা তাদের বিচার চাই।

অভিযুক্ত চানমিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।