Opu Hasnat

আজ ১১ ডিসেম্বর বুধবার ২০১৯,

নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ নওগাঁ

নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নওগাঁর পত্নীতলা উপজেলায় দু'টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সেই ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৩০)। শফিকুল ব্র্যাক পত্নীতলা শাখার হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে। শফিকুল কুড়িগ্রাম জেলার কালি কাশিপুর গ্রামের সামছের আলীর ছেলে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চন্দ্র জানান, রাতে আফিস থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে উপজেলার ব্র্যাক আফিসের কিছু দূরে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান শফিকুল। 

তিনি আরও জানান, অপর মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।