Opu Hasnat

আজ ২১ আগস্ট বুধবার ২০১৯,

কাবুলে কোচিং সেন্টারে আত্মঘাতী হামলায় নিহত ৪৮ আন্তর্জাতিক

কাবুলে কোচিং সেন্টারে আত্মঘাতী হামলায় নিহত ৪৮

  আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি কোচিং সেন্টারে আত্মঘাতী হামলার ঘটনায় ৪৮ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বোমা বিস্ফোরণে আরও ৬৭ জন আহত হয়েছে। খবর বিবিসি।

পুলিশে বলছে, এক আত্মঘাতী পায়ে হেঁটে একটি কোচিং সেন্টারে প্রবেশ করে। পরে সে তার সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। সে সময় সেখানে শিক্ষার্থীরা পড়াশুনা করছিল।

নিহতদের মধ্যে অধিকাংশই কিশোর-কিশোরী। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিতে তারা আলাদা করে ওই কোচিং সেন্টারে পড়াশুনা করছিল। স্থানীয় সময় বুধবার বিকাল চারটার দিকে ওই হামলা চালানো হয়।

অপরদিকে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশের একটি সেনাঘাঁটিতে তালেবানের হামলায় ৪৪ আফগান সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাগলান প্রদেশে আফগান সেনাঘাঁটিতে হামলা চালায় তালেবান জঙ্গিরা। বুধবার সকালের ওই হামলায় নয় পুলিশ সদস্য এবং ৩৫ সেনা সদস্য নিহত হয়েছেন।