Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০১৯,

আহত সাংবাদিক কুলেন্দুর পাশে চেয়ারম্যান মুকুট ও চপলসহ দলীয় নেতাকর্মীরা সুনামগঞ্জ

আহত সাংবাদিক কুলেন্দুর পাশে চেয়ারম্যান মুকুট ও চপলসহ দলীয় নেতাকর্মীরা

সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আহত কুলেন্দু শেখর দাসকে আসনে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা মুকুট,সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল। 

তিনি বুধবার রাত ৯টায় আহত সাংবাদিকের কাজির পয়েন্টস্থ বাসভবণে দেখতে আসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আজাদুল ইসলাম রতন, সহকর্মী সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারন সম্পাদক, দীপ্ত টিভির প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জ সময়ের সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদার, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জল, যুবলীগ নেতা পাভেল আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দেসহ সভাপতি লিখন আহমদ, জেলা ছাত্রলীগ নেতা তানভীর আহমদ সোহাগ, সাজিদুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, সাজিদুর রহমান, শিহাব আহমদ, ঢাকা মেট্রো পলিটনের এ এস আই এম ডি জুলফিকার, সংবাদকর্মী কেএম শহীদুলসহ ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী থেকে শুরু করে আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তাকে দেখতে আসেন। নেতৃবৃন্দরা আহত সাংবাদিক কুলেন্দু শেখর দাসের  দ্রুত সুস্থতা কামনা করেন। 

উল্লেখ্য, গত ১০ আগষ্ট দিরাই উপজেলার চরন্নারচর ইউনিয়নের লছিমুপর গ্রামের পাশে জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম পদ্মবিলকে পর্যটন এলাকা ঘোষনাকালে মোহনা টেলিভিশনের সাংবাদিক কুলেন্দু শেখর দাস টেলিভিশনের প্যাকেজ স্টোরির কাজে ব্যস্ত থাকার এক পর্যায়ে পা পিচ্ছিল হয়ে বাম পায়ের গোড়ালীতে একটি হার ভেঙ্গে যায়।