Opu Hasnat

আজ ২ জুন মঙ্গলবার ২০২০,

মোরেলগঞ্জে সাংবাদিক শহিদুল কন্যার সাফল্য বাগেরহাট

মোরেলগঞ্জে সাংবাদিক শহিদুল কন্যার সাফল্য

বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচএম শহিদুল ইসলামের কন্যা তাসনিম ইসলাম স্নেহা চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে।  ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতায় -২০১৮ এর ‘খ’ গ্রুপে ৩য় স্থান অধিকার করেছে। 

এ উপলক্ষ্যে অফিসার্স ক্লাব মিলনায়তনে পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু মহোদয়ের কাছ থেকে পুরষ্কার গ্রহন করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলমগীর হুসাইন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, উপজেলা মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, উপজেলা শিক্ষা অফিসার আশিষ কুমার নন্দী । স্নেহা ১১৫ এম কাঠালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্রী। রোল নং-১। তার মা আসমা আকতার ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। 

এই বিভাগের অন্যান্য খবর