Opu Hasnat

আজ ২৪ সেপ্টেম্বর সোমবার ২০১৮,

ঝালকাঠিতে আ’লীগ ও রিন্টু স্মৃতি পরিষদের মানবভোজ অনুষ্ঠিত ঝালকাঠি

ঝালকাঠিতে আ’লীগ ও রিন্টু স্মৃতি পরিষদের মানবভোজ অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে মানবভোজ অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগ ও শহীদ নাঈম খান রিন্টু স্মৃতি পরিষদের উদ্যোগে বুধবার দুপুরে শহরের চারটি এলাকায় একযোগে মানবভোজের আয়োজন করা হয়। স্টেশন রোডে শিশুসহ দরিদ্র্য মানুষদের হাতে খাবার তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। 

এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করীম জাকির, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক খসরু নোমান, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রিফাত হাসান রুবেল, জেরা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমান দিপু লস্করসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও শহরের আখড়া বাড়িতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, পূর্ব চাঁদকাঠি এলাকায় যুবলীগ নেতা হাবিবুর রহমান ও পশ্চিম চাঁদকাঠি এলাকায় রেজাউল করিম জাকির বিভিন্ন শ্রেণির মানুষের হাতে খাবার তুলে দেন। চারটি এলাকাতেই লম্বা লাইনে দাড়িয়ে খাবার নেন পথচারীরা। 

এই বিভাগের অন্যান্য খবর