Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

ঝালকাঠিতে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত ঝালকাঠি

ঝালকাঠিতে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত

ঝালকাঠিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে কর্মসূচীর মধ্যেছিলো ১৫ আগস্ট বুধবারে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্ত¡র থেকে শহরে একটি শোক র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক মো. হামিদুল হকের নেতৃত্বে প্রশাসন, পুলিশ বিভাগ, সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ র‌্যালিতে অংশ নেয়। র‌্যালি শেষে স্থানীয় শিল্পকলা একাডেমি চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মো. হামিদুল হক প্রধান অতিথি ছিলেন। 

জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি সিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদক মোবারক হোসেন মল্লিক ও মুক্তিযোদ্ধা এ এম আলাউদ্দিন।