Opu Hasnat

আজ ৫ জুলাই রবিবার ২০২০,

শোক দিবস উপলক্ষে মদীনায় যুবলীগের দোয়া ও আলোচনা সভা প্রবাস

শোক দিবস উপলক্ষে মদীনায় যুবলীগের দোয়া ও আলোচনা সভা

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সৌদি আরবে দোয়া ও আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মদীনা শাখার নেতাকর্মীরা।

মঙ্গলবার রাতে স্থানীয় একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাজীপুর মহানগর শাখার আহবায়ক কামরুল হাসান সরকার রাসেল। 

মদীনা শাখার সাধারণ সম্পাদক জহিরুল হুদা আলমগীরের সঞ্চালনায়  মালেক মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রমনা থানা যুবলীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন।

অন্যন্যের মাঝে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদ মদীনা শাখার সভাপতি মুসা আব্দুল জলিল, মদীনা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসগর আলী, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ তালুকদার, মদিনা আওয়ামী ফাউন্ডেশন সাধারণ সম্পাদক আমির উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি শফিকুল ইসলাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল মীরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ১৫ই আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।