Opu Hasnat

আজ ৭ আগস্ট শুক্রবার ২০২০,

মোরেলগঞ্জে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস বাগেরহাট

মোরেলগঞ্জে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস

বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস ২০১৮। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন দিনভর ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। বুধবার বেলা সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে কালো ব্যাজ ধারণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এর পরে একটি শোক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জান এ র‌্যালির নেতৃত্ব দেন।


সহকারি কমিশনার (ভূমি) মো. আলমগীর হুসাইন, সাব-রেজিস্ট্রার লুৎফুন নাহার লতা, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, থানার ওসি ঠাকুর দাস মন্ডল, চেয়ারম্যান মাহমুদ আলীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা, পৌরসভার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা এসব কর্মসূচিতে অংশ নেন।

দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, রিক্সাভ্যান শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ পৃথক পৃথক কর্মসূচি পালন করছে। 

এই বিভাগের অন্যান্য খবর