Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

সুনামগঞ্জের মরাগাং ধোপাখালী জলমহালে একহাজার কেজি পোণামাছ অবমুক্ত সুনামগঞ্জ

সুনামগঞ্জের মরাগাং ধোপাখালী জলমহালে একহাজার কেজি পোণামাছ অবমুক্ত

২০১৪-১৫ অর্থবছরে উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন এবং পোণা অবমুক্তকরণ প্রকল্পের আওতায় সুনামগঞ্জের মরাগাং ধোপাখালী জলমহালে পোণা মাছ অবমুক্ত করা হয়।
মঙ্গলবার সকাল ১১টায়  সদর উপজেলা সিনিয়র মৎস্য বিভাগের উদ্যোগে একহাজার কেজি রুইমাছের পোণা অবমুক্ত করেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগম ও সিনিয়র মৎস্য অফিসার সীমা রানী বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার সুলতান আহমেদ,উপজেলা অফিসার ,মৎস্য অফিসের ফিল্ড এ্যাসিসটেন্ট মোঃ আবুল এরফান,মোঃ মৎস্যজীবি  প্রতিনিধি মোঃ শাহ আলম শেরুল ও সুফলভোগী আব্দুল লতিফ প্রমুখ।  একহাজার কেজি পোণা মাছের বর্তমান বাজার মূল্যে দুই লাখ টাকা। সুনামগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সীমা রানী বিশ্বাস বলেন,হাওরের জেলা সুনামগঞ্জে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছে এক সময় সমৃদ্ধ ছিল,কিন্তু  কালের আবর্তে ঐ সমস্ত মাছগুলো হারিয়ে যেতে বসেছিল। বর্তমান প্রধানমস্ত্রী শেখ হাসিনার সরকার মাছে ভাতে বাঙ্গালী এই শ্লোগানকে ধারন করে হাওরের জেলাগুলোতে  মাছে ভরপুর করতে হাওর বাওর নদীনালা খাল বিল ও উন্মুক্ত জলাশয় গুলোতে পোণা মাছ অবমুক্ত করে যাচ্ছে। তিনি বলেন অমৎস্যজীবিদের পোণামাছ নিধন বন্ধ করতে পারলে মাছের রাজধানী সুনামগঞ্জে আবারো  পুরনো ঐতিহ্য ফিরে যাওয়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের অন্যান্য খবর