Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

সনৎ বসু’র স্বাধীনতার কবিতা ‘ঘুম’ শিল্প ও সাহিত্য

সনৎ বসু’র স্বাধীনতার কবিতা ‘ঘুম’

জুঁই মালতী দুই ভগিনী বনে কুড়োয় কাঠ
অভাব ঘরে নিত্য সাথী
বাইরে ধু ধু মাঠ
জুঁই মালতী আঁধারবাতি 
অবহেলায় থাকে
উপোস পেটে জ্বলে আগুন
কে দেয় ভাত তাকে!

ভাত চাইলে শাপ দেয় 
তার দীনদুখিনী মা
মাগো,  তোর চোখের জলে
ভাসছে শহর গাঁ

জুঁই মালতী ফুলের কুঁড়ি
বাঁধের নীচে শুয়ে
বিষের ছোঁয়ায় নীল পরিদের
স্বপ্নরা যায় ধুয়ে

আসছে যে দিন স্বাধীনতার
ঠমক ছমক ধুম
জুঁই মালতী ঘুমায় বাঁধে
ভাঙবে না আর ঘুম ৷

(বেশ কয়েক বছর আগে স্বাধীনতা দিবসের আগের দিন পুরুলিয়ার দুই অভাবী কিশোরী বোনের খিদের জ্বালায় বিষ খেয়ে আত্মহত্যাকে স্মরণে রেখে)