Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

হাবিপ্রবি’তে দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত দিনাজপুর

হাবিপ্রবি’তে দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুয়ারেন্স সেলের তত্ত্বাবধানে রিভিউ অ্যান্ড মডিফিকেশন অব ইউনিভার্সিটি রুলস, রেগুলেশনস অ্যান্ড অর্ডিনেন্স ফর গুড গর্ভনেন্স বিষয়ক দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের ভিআইপি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ওয়ার্কশপের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। 

আইকিউএসি সেল-এর পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে উক্ত ওয়ার্কশপে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাবিপ্রবির সাবেক প্রকল্প পরিচালক প্রফেসর ড. মুহা. আনিসুর রহমান এবং দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোহাম্মদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম। 

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন সময়ের চাহিদার কারণে বিশ্ববিদ্যালয়ের অনেক নিয়ম কানুন পরিবর্তন করা প্রয়োজন হয়। আমরা আপনাদের সুপারিশের আলোকে বিভিন্ন নিয়ম কানুন যাচাই বাছাই করে ইতিবাচক পরিবর্তন করতে চাই। বিশ্ববিদ্যালয়ের সুশাসন নিশ্চিত করতে হলে আপনারা যারা স্ব স্ব বিভাগ/শাখায় দায়িত্ব পালন করছেন আপনাদেকেই উলে­খযোগ্য ভূমিকা পালন করতে হবে। 

উক্ত ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, হল সুপার, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ ও শাখা প্রধানগণ অংশগ্রহণ করেন।