Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

বোয়ালমারীতে বিকাশ প্রতারনা মামলার প্রধান আসামি গ্রেফতার ফরিদপুর

বোয়ালমারীতে বিকাশ প্রতারনা মামলার প্রধান আসামি গ্রেফতার

বিকাশ প্রতারনা মামলার প্রধান আসামি সোহান মাহমুদ বাপ্পিকে (৩০) গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। মামলার পর থেকে সোহান পলাতক ছিল। থানা সূত্রে জানা যায় শুক্রবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. সহিদুল ইসলাম সালথা থানার যদুনন্দি ইউনিয়নের যদুনন্দি গ্রামের মজিবর মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

মজিবর মোল্যার বাড়িতে সোহান তার পরিবার নিয়ে ভাড়া থাকতো। সোহান কাশিয়ানী থানার বড়পারুলিয়া ইউনিয়নের ছোট পারুলিয়া গ্রামের সালাউদ্দিন মোল্যার ছেলে। উল্লেখ্য গত ২৩ জুন ব্রাক্ষনবাড়িয়া পুলিশ লাইনের রিজার্ভ পুলিশ পরিদর্শক মো. আবু সাইদ মিয়ার জামাই পরিচয় দিয়ে তাঁর মেয়ে সড়ক দুর্ঘটনায় আহত বলে ভিন্ন ভিন্ন বিকাশ নম্বরে এক লাখ টাকা নেয়। পরের দিন আরও ৫ লাখ টাকা চাইলে সন্দেহ হলে তাঁর মেয়েকে ফোন দিলে প্রতারনার বিষয়টি বুঝতে পারেন। পরে তিনি বাদি হয়ে বি বাড়িয়া সদর মডেল থানায় ৪০৬, ৪১৯,৪২০ ৩৪ ধারায় ৩০ জুন মামলা দায়ের করেন। মামলা নং ৯৮।