Opu Hasnat

আজ ২৪ মার্চ রবিবার ২০১৯,

সুনামগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন সুনামগঞ্জ

সুনামগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে স্মার্ট (কার্ড) জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম করা হয়েছে। শুক্রবার উপজেলার  টাইলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জাতীয় স্মার্ট ( কার্ড)  বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পশ্চিম বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার রায়ের  পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রবীন আওয়ামীলীগ নেতা জমির হুসেন, জসিম উদ্দীন, দৈনিক সংবাদ ও দৈনিক সিলেটের  দিনরাতের সুনামগঞ্জ  জেলা প্রতিনিধি শুভেন্দু শেখর দাস তালুকদার, সিলেট টাইমস টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা মো. নাজমুল ইসলাম, দৈনিক জনতার কণ্ঠের বার্তা সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. নাইম তালুকদার,  পশ্চিম বীরগাও ইউপি প্যানেল চেয়ারম্যান মো. নুর উদ্দীন, ইউপি সদস্য খেলন মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য ইসমত তারা, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের উদ্যেক্ত্যা সুহেল আহমদ রুবেল প্রমূখ।

এই বিভাগের অন্যান্য খবর