Opu Hasnat

আজ ১৬ ডিসেম্বর রবিবার ২০১৮,

দৈনিক মনববার্তার ১৫বর্ষ পূর্তি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা মিডিয়াদিনাজপুর

দৈনিক মনববার্তার ১৫বর্ষ পূর্তি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

দিনাজপুরের পার্বতীপুরে উত্তরবঙ্গের বহুল প্রচারিত দৈনিক মনব বার্তা পত্রিকার ১৫বর্ষ পূর্তি ও ১৬বর্ষে পদার্পন উপলক্ষে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় একটি বর্নাঢ্য র‌্যালী প্রধান কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌর কমিউিনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানববার্তার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি ছিলেন বার্তা সম্পাদক অধ্যাপক ফয়েজুর রহমান, নির্বাহী সম্পাদক মাহফুজুল ইসলাম রিপনসহ আরো অনেকে। পরে বর্ষ সেরা জেলা ও উপজেলা প্রতিনিধি ও কবিদের মাঝে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অনষ্ঠিানের প্রধান অতিথি। পরে মিডিয়া কর্ণার শিল্পী পরিষদের পরিচালনায় মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।