Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

চট্টগ্রাম নগরীতে বীর মুক্তিযোদ্ধা এমরান গাজীর জানাজা সম্পন্ন চট্টগ্রামমুক্তিবার্তা

চট্টগ্রাম নগরীতে বীর মুক্তিযোদ্ধা এমরান গাজীর জানাজা সম্পন্ন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পতেঙ্গা থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এমরান গাজী (৬৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা নগরীর উত্তর পতেঙ্গা  মাইজপাড়াস্থ আলীর দোকান সংলগ্ন নতুন জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. ইদ্রিস। জানাজা শেষে দাফনের পূর্বে  পতেঙ্গা থানার এএসআই প্রতাপ চন্দ্রের নেতৃত্বে ৯ সদস্যের পুলিশের একটি চৌকসদল  বীর মুক্তিযোদ্ধা মরহুম  এমরান গাজীকে গার্ড অব অনার প্রদান করেন। 

এ সময় চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম এ লতিফ, জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, স্থানীয় কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বীর মুক্তিযোদ্ধা এমরান গাজীর মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)  কমিশনারের পক্ষে পতেঙ্গা থানার ওসি মো. আবুল কাশেম ভ‍‍‍ূইয়া মরহুমের পরিবারের কাছে একটি সম্মাননা স্মারক তুলে দেন। 

জানাজায় চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম এ লতিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এফএফ আকবর খান, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম (যুদ্ধাহত),  সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো মো. হোসেন, সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ সর্দার, বীর মুক্তিযোদ্ধা শেখ মাহমুদ ইসহাক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদীন, ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, পতেঙ্গা থানার ওসি মো. আবুল কাশেম ভূইয়া, ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম,  বীর মুক্তিযোদ্ধা  কামরুল  আলম জতু, আলী হোসেন, রফিকুল আলম, মো. ইউনুছ, মো. আবুল কাশেম, মো. ইয়াকুব, মো. নুর উদ্দিন, জাফর আহমদ, ইসমাইল কুতুবী, মুন্সি মিয়া, জাহাঙ্গীর আলম, জাগির হোসেন, আবদুস সবুর, মো. আলাউদ্দিন, জাকির আহমদ, মো. ইউনুছ, খায়রুল ইসলাম, আব্দুল মুবিন, আব্দুল মাবুদ, জাফর আহমদ,  আব্দুল মান্নান খান, আবদুল বারেক, আনোয়ার হোসেন, এজাহার মিয়া, আবদুন নুর, শাহজালাল, আবদুল গফুর, রহম আলী, নুরুল আলম টেন্ডল, মো. শফিউল আলম, মাহবুব আলম, জানে আলম, জাহিদ হোসেন, নুর নবী, আবুল কালাম, আবদুল গণি, ফছিউল আলম, এডভোকেট জানে আলম, মো. মিয়া, মো. আবু তাহের, মো. আবুল কালাম,  মো. ইসমাইল,  বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান এম এ মোকাচ্ছেল চৌধুরী মানিক শাহ, প্রজন্ম ৭১ আহবায়ক মো. হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধার সন্তান সরওয়ার আলম চৌধুরী মনি, মিজানুর রহমান সজিব, কাজী রাজেশ ইমরান, রিপন চৌধুরী, শেখ ফরিদ মিতু, ইশতিয়াক আহমদ রুমি, রাকিবুল ইসলাম, জয়নাল আবেদীন, সাইফুল আমিন, শেখ মোরশেদুল হাসান, মোক্তার হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণসহ দুই হাজারের অধিক লোকজন অংশ নেন। 

উল্লেখ্য, গত  বৃহস্পতিবার বিকেল ৫টায় নগরীর পতেঙ্গা থানাধীন ৪০ নং ওয়ার্ডের উত্তর পতেঙ্গা মাইজপাড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এমরান গাজী।