Opu Hasnat

আজ ১৬ অক্টোবর মঙ্গলবার ২০১৮,

নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের ৯৪ তম জন্মবার্ষিকী পালিত নড়াইল

নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের ৯৪ তম জন্মবার্ষিকী পালিত

নড়াইলে নানা আয়োজনে কালজয়ী চিত্র শিল্পী এস এম সুলতানের ৯৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে । এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১০ আগস্ট) সকালে শিল্পীর বাড়ি নড়াইল শহরের মাছিমদিয়ায় এ  উপলক্ষ্যে কোরানখানি, মিলাদ মাহফিল, শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসএম সুলতান ফাউন্ডেশন’র সভাপতি ও জেলা প্রশাসক মোঃ এমদদিুল হক চৌধুরী। বক্তব্য দেন প্রফেসর এনায়েত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল আরিফ, চিত্র শিল্পী বলদেব অধিকারী,সমীর বৈরাগী, প্রমুখ। 

বিশ্ব নন্দীত চিত্র শিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০আগষ্ট মেসের আলী ও মাজু বিবির ঘরে জন্মগ্রহন করেন। তিনি ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিষ্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক লাভ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।