Opu Hasnat

আজ ১৯ ডিসেম্বর বুধবার ২০১৮,

মোরেলগঞ্জে ১৫ আগস্ট উপলক্ষ্যে আওয়ামী লীগের প্রস্তুতিমুলক সভা বাগেরহাট

মোরেলগঞ্জে ১৫ আগস্ট উপলক্ষ্যে আওয়ামী লীগের প্রস্তুতিমুলক সভা

বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আ.লীগ আয়োজিত এ সভায় সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য সাবেক সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে আবারো আ.লীগকে ক্ষমতায় আনতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোবল আরো দৃঢ করতে হবে।
 
সভায় সভাপতিত্ব করেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান লাল।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান শাহ্-ই-আলম বাচ্চু, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ শাহবুদ্দিন তালুকদার, মো. কামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, চেয়ারম্যান মাহমুদ আলী, যুবলীগ আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহ আলম হাওলাদার।