Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

সংখ্যালঘুদের জীবন যাত্রার মান উন্নয়নের সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে মাগুরা

সংখ্যালঘুদের জীবন যাত্রার মান উন্নয়নের সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে

প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেছেন, অনগ্রসর জাতি ও সংখ্যালঘুদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য  শেখ হাসিনার সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। 
 
তাদেরকে পূর্নবাসনের জন্য বিভিন্ন ভাতা,  উপবৃত্তি ও অনুদানের টাকা বিতরন কার্যক্রম শুরু করেছে। তিনি আজ দুপুরে মাগুরা অডিটোরিয়ামে আন্তজার্তিক আদিবাসী দিবস উদ্যাপন উপলক্ষে অয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
 
আদিবাসী সমন্বয় পরিষদের সভাপতি দিলিপ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তৃতা করেন, মাগুরা জেলা পরিয়দের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, ঝিনাইদহ জেলা পরিয়দের চেয়ারম্যান কনক কান্তি দাস, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, মাগুরা সহকারী অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম ও আদিবাসী নেতৃবৃন্দ।  বক্তাগণ জননেত্রী শেখ হাসিনা সকল উন্নয়ন কর্মকান্ডে দেশের শান্তি বিরাজ করায়  জনস্বার্থে  নৌকা প্রতীক ও আওয়ামীলীগ মনোনিত প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এ উপলক্ষে শহরে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয় ও পরে মনোঞ্জ সাংস্কুতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।