Opu Hasnat

আজ ২৪ মার্চ রবিবার ২০১৯,

আমি সত্যিই চঞ্চলের প্রেমে পড়ে গেছি: জয়া আহসান বিনোদন

আমি সত্যিই চঞ্চলের প্রেমে পড়ে গেছি: জয়া আহসান

চলচ্চিত্রনির্মাতা ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ছবি ‘দেবী’। ছবিটির প্রযোজনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী জয়া আহসান। ছবিটিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

সম্প্রতি চঞ্চল চৌধুরী ও  জয়া আহসান একসঙ্গে অংশ নিয়েছেন টিভি অনুষ্ঠান 'কেমেস্ট্রিতে' যেখানে 'দেবী' সিনেমা নিয়ে কথা বলেছেন জয়া ও চঞ্চল। অনুষ্ঠানে দ্ব্যর্থহীন কণ্ঠে জয়া জানান, চঞ্চল চৌধুরীর প্রেমে পড়েছেন তিনি।

জয়া বলেন, এরআগে অভিনেতা চঞ্চলকে অবশ্যই পছন্দ করতাম। ভালো লাগতো তার অভিনয়। তবে ‘মিসির আলি’ চরিত্রে তাকে অভিনয় করতে দেখে আমি সত্যিই চঞ্চলের প্রেমে পড়ে গেছি।

চঞ্চল চৌধুরী বলেন, হুমায়ূন আহমেদের সৃষ্টি ‘রানু’ চরিত্রটির প্রতি এত সংবেদনশীলভাবে জয়া ছাড়া অন্য কেউ সুবিচার করতে পারতেন না।

রুম্মান রশীদ খানের গ্রন্থনায় ও সাইফুল ইসলামের প্রযোজনায় ‘কেমেস্ট্রি’ উপস্থাপনা করেছেন নওশীন নাহরিন মৌ। অনুষ্ঠানটির বিশেষ এই পর্ব ঈদুল আজহার ৪র্থ দিন রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।