Opu Hasnat

আজ ২৯ নভেম্বর বুধবার ২০২৩,

যশোরে প্রাইভেটকারে ১১০ পিস সোনার বার যশোর

যশোরে প্রাইভেটকারে ১১০ পিস সোনার বার

শুক্রবার দিবাগত রাতে প্রাইভেটকারটির (ঢাকা মেট্রো-গ-১৩-৯৫৪০) ভেতর থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। যশোর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রাইভেটকারটিতে তল্লাশি চালানো হয়।

তিনি বলেন, প্রাইভেটকারের মালিক খুলনার দুই নম্বর কাস্টম ঘাটের মৃত রেজোয়ান খানের ছেলে তৌহিদুর রহমান খানকে আটকে পুলিশের অভিযান চলছে।

জিজ্ঞাসাবাদে মিজান জানান, তিনি পুলিশের কনস্টেবল। তার পোষ্টিং ঝিকরগাছা থানায়। (কনস্টেবল নম্বর ৫০৬)। তিনি নড়াইলের নড়াগাতি থানার নয়নপুর গ্রামের মৃত মোক্তার শেখের ছেলে। ছিনতাইয়ের ঘটনায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) ওয়াচার সাতক্ষীরায় কর্মরত লিপ্টন, পাবনার সুজানগর থানার কনস্টেবল রুবায়েত হোসেন (নম্বর-৬৯৪), অভয়নগরের মোশাররফ ও আশরাফ নামে দুই ব্যক্তি জড়িত বলে স্বীকার করেন মিজান।

আসামি পালানোর খবর পেয়ে ৩ সেপ্টেম্বর সকালে বাঘারপাড়া থানায় যান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক ও সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন। দায়িত্বে অবহেলার কারণে বাঘারপাড়া থানার ওসি কাইয়ুম আলী সরদার, এএসআই নাসির ও কনস্টেবল ওলিয়ার রহমানকে সেদিন বিকেলে পুলিশ লাইনে ক্লোজ করা হয়।