Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

চমেকে ১৮ কোটি টাকার তিন মেশিন উদ্বোধন করলেন সিটি মেয়র চট্টগ্রাম

চমেকে ১৮ কোটি টাকার তিন মেশিন উদ্বোধন করলেন সিটি মেয়র

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১২ কোটি টাকা মূল্যের কোবাল্ট মেশিন, ২ কোটি টাকার ডিজিটাল মেমোগ্রাম ও ৪ কোটি টাকার ব্রাকিথেরাপি মেশিনের বাংকার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। 

সোমবার বেলা ১টার দিকে প্রধান অতিথি হিসেবে এসব মেশিন উদ্বোধন করেন তিনি। এ ছাড়া ১২ নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধাদের জন্য কিউবিকলও (শয়নকক্ষ) উদ্বোধন করেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন, উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়শনের (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ফয়সল ইকবাল ও চমেক হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক ও কর্মকর্তারা। পরে চমেক হাসপাতালের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চিকিৎসকদের অনেক সীমাবদ্ধতা আছে। চমেক হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই। অভিজ্ঞ নার্স নেই। এগুলো হলো বাস্তবতা। এরপরও চিকিৎসকেরা ভালোভাবেই চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। মাঝেমধ্যে চিকিৎসকদের কিছু কিছু ভুলত্রুটি হতেও পারে। এ জন্য চিকিৎসকদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে। রোগীরা গরম হলেও আপনাদের শান্ত থাকতে হবে।

পরিচালক জালাল উদ্দিন বলেন, চমেক হাসপাতালে আরও সাড়ে ১৬ কোটি টাকার মেশিন শিগগরই যুক্ত হবে। যার মধ্যে সিটি স্ক্যান আছে, আইসিইউর বিভিন্ন যন্ত্রপাতি আছে। ফলে খুব শিগগরই চমেকে স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন হবে।